অরুণ
বরুণ কিরণমালার গল্প আমরা সকলেই কম বেশি জানি । এই কিরণমালাকে বাস্তবজীবনে
এখন থাকতে হয় ভয়ে, কখন কোন নরপশুর দল তার উপর হামলে পড়ে, তার যে ঠিক নেই ।
মারী ও পিশাচের ভ্রুকুটি তাচ্ছিল্য সে করেছিলো কাহিনীতে । অথচ এখন বাসে,
ট্রেণে, রাস্তায়, অফিসে, বাজারে বা মন্দিরে, উত্সবে ওত পেতে থাকে এই
পুংগবগণ । কিরণমালাকে সতর্ক থাকতে হয় প্রতিমুহূর্তে । তাতেও রক্ষে নেই ।
দরজা ভেঙে ঘরে এসেও হামলা করতে পারে যে কোনো মুহূর্তে । এই আতংক থেকে
অসুস্থ হয়ে পড়ে কিরণমালা । সে ভাবে, এই বাস্তবের চাইতে কাহিনীর বাস্তবে
বিপদ অনেক কম । সে ফিরে যেতে থাকে তার কাহিনীতে । সে জানে, ঐ কাহিনীও
পুরুষরচিত ।
No comments:
Post a Comment