Monday, September 23, 2013
মিথ্যা
বলিব না । ধর্মাবতার, একটি উপন্যাস লিখিতে পারিলেই এই জগত হইতে বিদায় নিব,
মনস্থ করিয়াছি । এই জগত আমাকে যত্সামান্য হইলেও পরিচিতি দিয়াছে, যাহা
আমার প্রাপ্য ছিল না । অযোগ্যের প্রাপ্য বলিয়া কিছুই থাকে না । আমি
জানিয়াছি, এই জগতের সকলই ধুলিবত্ । তবুও এই উপন্যাসটি লিখিতে চাহিতেছি,
যাহাতে আমার মাতৃদেবীর আত্মা যত্সামান্য হইলেও শান্তি পায় । ইহজীবনে
ভালোবাসা ব্যতীত কিছু চাহি নাই, ফলত তরুণী ভার্যার মাথা
গুঁজিবার এক বাসস্থানও দিতে পারি নাই তাহাকে । বড় অভিমানিনী তিনি । এই জগত
ত্যাগ করিয়া গেলে তাহার যে কি দুর্দশা হইবে, তাহা ভাবিয়া ভীত আমি । তথাপি
যাইতে হইবে আমাকে । তাহার আগে ঐ উপন্যাসখানা রচনা করিতে চাহিতেছি । এই লোভ
বা বাসনার জন্য যারপর নাই অপরাধী ও লজ্জিতও বটে । আমার এই কথা শুনিবার পর,
যাহা রায় দিবেন, ধর্ম না মানিলেও, তাহা নতমস্তকে মানিয়া নিব ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment