Tuesday, September 17, 2013

পাতা থেকে তুলে নিই ঐ সবুজ । মিশিয়ে দিলাম তাতে ঘোরস্বপ্ন । তামাটে, মলিন সে মাদারি ঐ স্বপ্নের মাঝখানে খেয়ে নেবে বাকি ক্লোরোফিল । অবশিষ্ট পাতার কাঠামো দেখে ভয় পেও না, সে আসলে আমার প্রতিরূপ । যাকে তুমি নিঃস্ব করেছিলে গতজন্মে ।

No comments:

Post a Comment