আমি
কি প্রত্যাখ্যান করবো এই সকাল ও সন্ধ্যাকে ? অস্বীকার করবো মৃত
নক্ষত্রগুলিকে ? ঐ ছাইচূর্ণকে ? আমি কি চামড়া খুলে ডুগডুগি বানাতে দেবো, ঐ
ডুগডুগি বাজবে ঈশ্বরের চতুর্থবিবাহে ? চলে যাবো ঐ রক্তহীন দ্বীপে ? সামনে
সাতটি রাস্তা, সবকটিই ধাবিত তোমার দিকে । চলে যাবো ধূসরের থেকে ফিরে এসে
তোমার হলুদের কাছে ? বলে ওঠবো কি, তোমার বয়ফ্রেণ্ড আছে, আমার আছে মৃতদের
শকট ?
No comments:
Post a Comment