সন্ধ্যে
থেকে দুচোখ জুড়ে ঘুম । মরণ ঘুম কি একেই বলে ? নেট খুলছি আর অফ করে দিচ্ছি ।
আবার অন করছি । যেন দুচোখের পাতা খুলছি আর বন্ধ করছি । আবার খুলছি ।
উপমাব্যবহারে বরাবর কাঁচা আমি, ঘুমেরও যুতসই কোনো উপমা পেলাম না । উপমা
মধুর হলে ঘুম ফিরে যেত কি ? কালিদাস বলতে পারতেন । বিনয় মজুমদারও ।
জীবনানন্দ দাস তো চমকে দিতেন । তাঁরা নমস্য । এই অকালঘুমও নমস্য । নমো
নিদ্রায় ।
No comments:
Post a Comment