এই সকাল আমার নয় ।
এই দিন আমার নয় । রাত, না, আমার নয় ।
আমিও কারও নই ।
এই ত্রাণশিবির, বই, আসবাব, বিছানা, বাথরুম, স্বপ্ন ও দুঃস্বপ্ন, লোভ, হতাশা,
কাম, ক্রোধ, এই শরীর, ঠোঁট, চোখ, হাত-পা, এই জননাঙ্গ, কোনোটাই আমার নয় ।
এই মন, না, আমার নয় ।
আমিও কারও নই ।
এই লেখাটিও আমার নয় ।
প্রেতরচিত সব ।
No comments:
Post a Comment