মৃত্যুদণ্ডই
কি শেষ কথা ? ফাঁসি দিলেই কি ধর্ষণ নামক ব্যাধি নির্মূল হয়ে যাবে ? এই
প্রশ্ন সহ চার ধর্ষকের বিরুদ্ধে আদালতের রায়কে স্বাগত জানাই । তারপর ঐ
প্রশ্নটি পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠে । ধর্ষণ কি আদৌ বন্ধ হবে ? আদিতে পুরুষ
নারীকে জোর করেই ভোগ করতো । পিতামহ ব্রহ্মা আপন কন্যা সরস্বতীকে ধর্ষণ
করেছিলেন । তার ফলস্বরূপ তাদের যে কন্যা সন্তানের জন্ম হয়, তাকে জানি
শতরূপা বলে । তো, ধর্ষণের এমন নিদর্শন পৃথিবীর সব দেশেই সুলভ । যা আজ
ব্যাধি হিসেবে চিহ্নিত । এই ব্যাধি কি ফাঁসি দিলেই দূর হয়ে যাবে ? জানি,
হবে না । কেন না, এর মূলে রয়েছে পুরুষের আধিপত্যবাদ । আগে এই আধিপত্য দূর
হোক ।
No comments:
Post a Comment