ছায়াপথে
এসে, তোমাকে খুঁজছি, প্রেম । দূরে ঐ ব্রহ্মহৃদয়, তার আগে ধ্রুবতারা ।
হেঁটে যাচ্ছি, একা, এখানে মাটির গন্ধ নেই, ঈর্ষা নেই, কূটকচালিও নেই,
প্রতারণা নেই । নক্ষত্রখচিত এই পথে, আজ তোমাকেই খুঁজে যাচ্ছি আমি, যাকে এক
অনাথপুরুষ ব্যতীত ভাবেনি কেউ, ফেলে আসা ঐ মর্ত্যের লোক ।
No comments:
Post a Comment