কতকিছু
শেখার আছে । মূর্খ বলে, বাল্যকাল থেকেই সুবিদিত আমি । বাল্যশিক্ষা পাঠ
করিনি, বলে, এই পরিণাম । এফবিতে যাতায়াত করলে না কি মূর্খদোষ কাটে ! এটা
শোনার পর, এখানে এসে, দেখি, আমাকে ছাড়া হগ্গলেই জ্ঞানী । দু-একজন, আমার
মূর্খতা দেখে, দয়াপরবশত, এখন, ইনবক্সে, একটু একটু করে, সহজপাঠ শেখাচ্ছেন ।
আমি নবসাক্ষর না হোক, নবছাত্র হলাম । মরণ অবধি যেন তা থাকতে পারি ।
No comments:
Post a Comment