Sunday, September 1, 2013


ফাঁদ তাকিয়ে আছে অজগরের দিকে । অজগর তাকিয়ে আছে ফাঁদের দিকে । মাঝখানে, ঐ ছাগশিশু... ফাঁদ ও অজগর দুইই তার কাছে মৃত্যুশমন । আর একজন, চতুর্থ, সে আছে দৃশ্যের বাইরে । এই অসুরনাটকে তার ভূমিকাই সবচেয়ে বড়...

No comments:

Post a Comment