আজ
আমার মন খারাপ । আজ তোমার মন খারাপ । আজ তাহার মন খারাপ । মন খারাপ ভাঙা
ঘড়িটির । মন খারাপ ঐ দেয়ালের । মন খারাপ আঁশবটিটির । এই মন খারাপ নিয়ে আজ
বিবৃতি দেবেন মাননীয় মন খারাপের মন্ত্রী । মন খারাপ নিয়ে বিরোধীরা নামবেন
রাস্তায় । কাঁদানে গ্যাসের বদলে আজ মন খারাপের গ্যাস ছুঁড়বে পুলিশবাহিনী ।
আর আমরা টিভির চ্যানেল ধুন্ধুমার বিতর্ক শুরু করে দেবো । খবরের কাগজে পোস্ট
এডিটরিয়লে এই সব নিয়ে কলম লিখবেন এক মন খারাপ লেখক । এসব দেখতে দেখতে
তোমার মন খারাপ তামাদি হয়ে যাবে । আমার মন খারাপ তামাদি হয়ে যাবে । তাহার
মন খারাপ তামাদি হয়ে যাবে ।
No comments:
Post a Comment