Tuesday, September 17, 2013

বৃষ্টিতে ভিজতে ভিজতে এল সকাল । দরজা খুলে দিয়ে, আমি হাঁ, তাকিয়ে আছি তার দিকে । ভেজা শরীরে, উফ্, এত যৌন আবেদন তার ! এই ৫৮ পেরুনো বয়সে, নিজেকে মনে হল, ২৮ বছরের টাটকা যুবক, যার সসপ্যানের ভেতর টগবগ টগবগ করে ফুটছে কাম ।
কাম মহৎ, সে বাঁচতে শেখায়, স্বপ্ন দেখতে বলে । বলে, বী পজিটিভ, বী পজিটিভ । আমি তো আছি তোমার অনামিকার পান্নার আংটি হয়ে ।

No comments:

Post a Comment