প্রথম পাতাটি শূন্য, ঈশ্বররচিত ।
দ্বিতীয় পাতায় প্রস্তাবনা
তৃতীয় পাতার শেষে ফুটনোট যা মূলত এক দীর্ঘশ্বাস
গ্রন্থকীট জানে, টীকা ও টিপ্পনী পার হয়ে, ক্রমে
সেতুটির দিকে অগ্রসরমান জিহ্বা
যাকে দেখি বাহান্ন পৃষ্ঠার নিচে, নাভিটির কাছে,
সক্রিয় কর্মীর মত, পুরুষকঠিন...
বাহাত্তর পাতা কেঁপে ওঠে থর থর
চুরাশি হাজার যোনি পার হয়ে মানব জনম
ফেটে পড়ে তীব্র জলোচ্ছ্বাসে ।
ছয় ফর্মা ভরে ওঠে তোমার প্রণয়ে
মূলত পূজার শুরু, শাস্ত্রমতে, এই রতি শেষে ।
পাঠক ও কবি, আজ, এভাবেই, পূজা ও পূজারী ।
No comments:
Post a Comment