চলো,
আজ, একটু ইয়ে, মানে, মস্তি করি । ঝাপিংটাপিং বাদ । স্রেফ মস্তি । বাদ বলতে
আবার ইজম বুঝতে যেও না । এই এক মুশকিল, কথায় কথায়, পিঠে ছাপ্পা মেরে দেয়
আজকাল । মস্তি যে করবো, তার আগে, দেখা গেলো, তোমার চারপাশে একটা
লক্ষ্মণগণ্ডি এঁকে গেছে কেউ কোনো গাঁয়ে মানে না এক আপনি মোড়ল । লাইফ এখন আর
ঝক্কাস না, বিন্দাস না । তোমার নামে, গোপনে, সাঁটা হয়ে গেছে অশ্লীল
পোস্টার । শহীদবেদী তো ভাড়া পাওয়া যায় পার্টি অফিসেই । সে
নিয়ে চিন্তা নেই । মস্তি করবে যে, সে ইয়ারদোস্ত কই ? প্রত্যেকের টিকি
বাঁধা আছে এন্টেনার মত নির্দিষ্ট পয়েন্টে । সব কিছু ফ্রি পাবে । বাই ওয়ান
গেট ওয়ান । মস্তির বাজারে এসবে মন দিতে নেই । তুলে নাও হাতে গ্লাস ।
হাণ্ড্রেড পাইপার, চিয়ার্স । তারপর, হজম করো বিষ । সকল অপমান । মূর্থদের মত
নয়, তোমার মতো করে বলো, চিয়ার্স...
No comments:
Post a Comment