বিজেপি : কংগ্রেসকে ভারতবর্ষ থেকে নির্মূল করতে হবে । ছিবড়ে বানিয়েছে
দেশটাকে । কংগ্রেস : বিজেপি এলে দেশের সর্বনাশ হবে । সাম্প্রদায়িক দল
বিজেপি । তৃণমূল : দেশকে বাঁচাতে হলে আর কংগ্রেস নয় । বিজেপির মত
দাঙ্গাবাজ দল এলে ক্ষতি হবে । সিপিএম : বিজেপি আর কংগ্রেস উভয়ই পূঁজিপতিদের
দল । একটা বিকল্প নীতির সরকার চাই । সিপিএমই তা পারে । মায়াবতী : বিজেপি
এলে দেশের বারোটা বাজবে । এবারের লোকসভা নির্বাচনে প্রতিটি দলই নিজে ছাড়া
বাকিরা এলে দেশের সর্বনাশ হবে এটা বোঝাতে চাইছে । আর মাথা মোটা, অন্ধ কিছু
সমর্থক ও কর্মী এই তীব্র গরমে মেতে উঠছে ভোট নিয়ে । কেউই লক্ষ্য করছে না,
জনগণের দুরবস্থা !
No comments:
Post a Comment