চিন্তার
অস্বচ্ছতা যেমন দায়ী, মানসিক জটিলতাও ভাষার জটিলতার পেছনে কাজ করে । ভাষার
জটিলতা মানে ভাষার অস্পষ্টতা । তা বলে, কমলকুমারের ভাষার জটিলতার পেছনে
চিন্তার অস্বচ্ছতা নয়, বরং তা একের পর এক চিত্রকল্প ব্যবহারের ফল । নিজে
চিত্রকর ছিলেন, ফলে, তার গদ্য চিত্রময়, ঐ চিত্রময়তা না বুঝতে পারলে তার
ভাষা অগম্য হয়ে থাকবে সাধারণ পাঠকের কাছে । বাংলাভাষায়, সম্প্রতি, অনেক
লেখকের গদ্যে একটা লক্ষণ দেখা যাচ্ছে, তা ঐ চিন্তার অস্বচ্ছতাজনিত জটিলতা ।
No comments:
Post a Comment