কেন
বেঁচে আছি ? কিসের লোভে ? নৈঃশব্দ তার থাবা যেখানে মেলেছে, সেখানে অর্থ,
কাম বা ভোগ অর্থহীন । তাহলে আর কিসের লোভ ? ভালোবাসা ? হায়, শূন্যতা যাকে
ঘিরে ধরে, তার কাছে এই জাগতিক ভালোবাসাও মনে হয় বড় অর্থহীন এবং
স্বার্থসম্ভব । না কি, দায়বোধ থেকে এই বাঁচা ? জানি না, দায়বোধ কতখানি টেনে
নিয়ে যেতে পারবে জীবনের দিকে ?
No comments:
Post a Comment