নুনে
যে রয়েছে কষ, জিহ্বা জানে, তা তোমার স্বেদ । হাডুডু খেলার মত তোমার পা
আমার দু'কাঁধে, উল্টে দিচ্ছো গ্লোবাল ভূমিকা, আর আমি, এক পরিবেশকর্মী,
দূষণবিরোধী এই রাতে, জিভ রাখি নুন থেকে সুমেরুপর্বতে, তোমার ইচ্ছায় ।
সমুদ্র গলেছে তার আগে, হিমবাহ নয়, উষ্ণতর ঢেউ ক্রমে আছড়ে পড়ছে । 'তাহলে কি
ধ্বংস অনিবার্য আজ ?' হেসে ওঠো তুমি । 'ধ্বংস হোক, ধ্বংস হোক দূষিত জগত,
নিজ বীর্যে গড়ে তোলো আমার পৃথিবী ।' বলে, বিপরীতমুদ্রাসনে বসে, তুমি গড়তে
লাগলে গ্রহ ও নক্ষত্র, ছায়াপথ । আর চারদিক থেকে বয়ে এলো আশ্চর্য বাতাস ।
No comments:
Post a Comment