সকল প্রস্তাব ছিল তোমার টেবিলে । ফিরে এল ।
নাকচ করেছ । লাল কালি দেখে, স্তব্ধ হয়ে পড়ি,
ঐ না শব্দটির সামনে দাঁড়িয়ে । আলো নিভে এল ।
চারদিকে । মানে, অস্পষ্ট, ঝাপসা দেখছি, না-এর
কৃষ্ণরূপ । তার মোহন বাঁশিটি দেখছি না কেন ?
অন্ধ হয়ে যেতে যেেতে ভাবি, ভাল হল, আর কোন
প্রস্তাব দেবার অক্ষরপ্রতিমা রইল না তবে !
নাকচ করেছ । লাল কালি দেখে, স্তব্ধ হয়ে পড়ি,
ঐ না শব্দটির সামনে দাঁড়িয়ে । আলো নিভে এল ।
চারদিকে । মানে, অস্পষ্ট, ঝাপসা দেখছি, না-এর
কৃষ্ণরূপ । তার মোহন বাঁশিটি দেখছি না কেন ?
অন্ধ হয়ে যেতে যেেতে ভাবি, ভাল হল, আর কোন
প্রস্তাব দেবার অক্ষরপ্রতিমা রইল না তবে !
No comments:
Post a Comment