আমি
বিনা গতি নাই । গীতার ঐ কথাটি মনে আছে ? মামেকং শরণং ব্রজঃ ! অর্জুনকে
বলেছিলেন কৃষ্ণ, জ্ঞান, কর্ম, ভক্তি আদি বিষয়ে লেকচার দিয়ে, না পেরে, এই
অমোঘ কথাটি উচ্চারণ করেছিলেন । তারপরও হয়নি । ভোটপ্রার্থীর মত, রাজনৈতিক
নেতা বা মাফিয়াসর্দারের মত সবশেষে বললেন, মন্মনা ভব । এই যে, আমার হও,
কথাটির ইশারা ও ব্যাপ্তি বহুদূর প্রসারিত । শাসক দলের যদি না হয়ে ওঠেন
আপনি, তাহলে আপনার ভিটেয় ঘুঘু চরিয়েও ক্ষান্তি নেই । মাফিয়ার লোক যদি হয়ে
উঠতে না পারেন, কি হাল হতে পারে, তা ভেবে, গা শিউরে ওঠে । সর্বত্র ঐ আমি ।
এমনকি, ভালোবাসার মানুষটিও আপনাকে বলবে, শুধু আমারই হও । এক আমি চাইছে
আনুগত্য আর অপর আমি চাইছে তা থেকে মুক্তি । এই চিরকালীন দ্বন্দ্ব থেকে
কবিতা ও সঙ্গীতের জন্ম, রেখা ও বিন্দুর অভিয়ান, রঙ ও রেখার খেলা, তাল ও লয়
এর সহগমন ।
No comments:
Post a Comment