Thursday, April 17, 2014

ফাঁকিই দিলাম আজ । অফিসে যাবার কথা, না গিয়ে রান্না করতে লেগে গেলাম । থানকুনি পাতার বর্তা (মনিপুর আইটেম. ইরলপা ), কুমড়োচিংড়ি, ঝিঙাপোস্ত, আলুর ডাল (মনিপুর আইটেম), খেসারি ডালের বড়া, গুড়া মাছের তরতরা আর উচ্ছে তো রয়েছেই । মাংসটা এভয়েড করলাম, এই গরমে উচিত নয় ভেবে । ফাঁকির দিনে এই ফাঁকিবাজি রান্না দিয়ে, ভাবছি, দুপুর কাটিয়ে দেবো ।

No comments:

Post a Comment