এপরিল
মাস মানে সর্বনাশা মাস । এই সর্বনাশের ইশারা এড়াতে পারি না, বলে, এবার
এপরিলেই যাবো কলকাতা, চারপাঁচদিনের জন্য । মূলত প্রীতি আচার্যর
ফ্ল্যাটসংক্রান্ত ঝামেলার একটা সুরাহা করতেই এবারের এই যাওয়া । এপরিলের
তীব্র দহন এর চাইতেও এই বিষয়াসক্তি আরও ভয়ংকর, এটা থেকে দূরে থাকতে
চেয়েছিলাম সমগ্র জীবন । তা আর পারলাম কই ? আসক্ত পুরুষ শক্তিহীন হয়, এটা
এখন নিজেকে দিয়েই অনুভব করি ।
No comments:
Post a Comment