প্রেমের প্রস্তাব পাঠাবার আগে একটি কিশোর দেখে নেয়, শাদা পাতাটির মত তার
হাহাকার তাকে কতদূর পৌঁছে দিতে পারে ! সমীকরণের কাছে হেরে যাওয়া
গণিত-ছাত্রের মত মাথা তুলে তাকায় ছাদের দিকে । মাথার উপরে ঘুরছে সিলিং
ফ্যান, একটা অদৃশ্য দড়ি নেমে এসেছে মেঝের দিকে । কে লালের মত যাদুকর নয়,
যে, ঐ দড়ি বেয়ে চলে যাবে কাঙ্খিতার কাছে । তার পাঠ ও আবেগ তাকে,
এইমুহূর্তে, সাহসী করে তোলে চণ্ডীদাস হয়ে যেতে । ভাবে, গীতগোবিন্দম থাক, দু
লাইন লিখে সে পাঠাতে পারে তার মনোকথা । শাদা পাতাটিতে ঐ কিশোর, তখনই, লেখে
ফেলে কয়েক লাইন, যা মূলত হয়ে উঠতে পারতো একটি কবিতা বা আসলে তা কবিতাই ।
No comments:
Post a Comment