প্রতিটি
জিহ্বায় বিষ, নখে বিষ, ঈর্ষার আগুন চোখে, বলছে, দেখো হে, লোকটাকে । এ
ঝাঁকের কই নয়, উড়ে এসে, বসেছে পিড়িতে । তাকে ঝেটিয়ে বিদেয় করো, এখানে
রাজত্ব আমাদের, অক্ষমের জয়গান ছাড়া চলবে না কিছু । কুত্সা ছড়াও, স্টালিন
শিখিয়েছেন, মনে নেই ? কুত্সার চেয়ে বড় অস্ত্র নেই পৃথিবীতে । তবু যদি মাথা
না নোয়াতে চায়, যিশুখ্রীষ্ট বানিয়ে ঝোলাও তাকে । ঈর্ষা মহত্ ও
কূপমণ্ডুকের সামগানে জরুরি কী বোর্ড । তাকে বলো, পিড়ি থেকে উঠে যেতে । আর
গলায় ঝুলিয়ে দাও জুতোমালা । সন্ধ্যে হয়ে গেছে । নখবিষ, কুত্সার অন্ধগলিপথ
পার হয়ে লোকটা তখন প্রার্থনা করছে, মূর্খের উল্লাস দীর্ঘজীবী হোক । তারা
যেন সুখী হয় কুত্সাভোজনে । সঙ্ঘের শ্রীবৃদ্ধি হোক এই নববর্ষে ।
No comments:
Post a Comment