Monday, April 7, 2014

এবারের লোকসভা নির্বাচন এক বড় তামাশা বললে তামাশা শব্দটির গুরুত্ব কমে যাবে । ভোটের লড়াই এবার কার কার মধ্যে হবে ? রাহুল-মোদির মধ্যে ? না কি কেজরীলালও এই লড়াইয়ে ঢুকে পড়বেন ? না কি অন্য কোনো আঞ্চলিক দল ? মমতা-জয়া-মায়া এই ত্রয়ী ছাড়াও মুলায়ম, নীতিশ বা বিজুর ভূমিকা কি হবে শেষে ? সিপিআইএম এখন পর্যন্ত এই লড়াইয়ে পিছিয়ে আছে অনেক । সমীক্ষার পর সমীক্ষা হয়েছে, সর্বত্র এগিয়ে রাখা হয়েছে মোদিকেই, যে মোদির অবস্থান খুব সুবিধের নয়, নিশ্চিত নয় তার জয় । কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ, আশা কম । আর রাহুল গান্ধীর ট্রেডরেকর্ড খুব খারাপ । কেজরীলাল একটা হুজুগ । হুজুগে কত কিছু হয় ! আবার উলটোও হতে পারে । ফলে, বাজি ধরার ঘোড়া নন কেজরীলাল । মুলায়ম কি পারবেন বেশি আসন পেতে ? উত্তরপ্রদেশের চিত্র এবার বড় জটিল । যেমন পশ্চিমবঙ্গ । তৃণমূলের এখন একাদশে বৃহস্পতি । তা বলে, এবারের নির্বাচনে ছক্কা হাঁকাবে, সেই চান্স খুব কম । চতুর্মুখী লড়াইয়ে জনগণ কাকে বরমাল্য পরাবেন, তা নিশ্চিত নয় । ফলে, বাজি রাখার তামাশা এই নির্বাচন নয় । বাজি যারা ধরছেন, তাদের সতর্ক থাকতেই হবে পরবর্তী ঘটনাবলীর দিকে ।

No comments:

Post a Comment