আজ
১ বৈশাখ । আজ উদয়পুর শহরে বৈশাখী আড্ডা, আয়োজক মনন, যে সংস্থাটির জন্মও আজ
বিকেলে । বৈঠকী গান, কবিতাপাঠ, আবৃত্তি আর আড্ডায় জমে উঠেছে এই আড্ডা ।
মনন এর ঘরে প্রতিমাসে এরকম আড্ডা বসবে, বলে, জানিয়েছেন সংস্থার কর্ণধার
পার্থপ্রতিম চক্রবর্তী । তিনি 'অববাহিকা' এবং বাচ্চাদের কাগজ 'চাঁদের
পাহাড়' এর সম্পাদকও বটে । আগামী মাসে এই আড্ডা শুরু হবে বার্গম্যান এর
ফিল্ম দিয়ে ।
No comments:
Post a Comment