Monday, April 7, 2014

একজন সাধনার ভেতর দিয়ে অর্জন করেছেন, অপরজন জীবন দিয়ে । লালন সাঁই হয়েছেন সাধনার ভেতর দিয়ে, সমাজের বিধিনিষেধ ভেঙে দিয়ে । হাছনরাজা ভোগের ভেতর দিয়ে উপলব্ধি করেছেন এ জীবনের অসারতা । তার আর্তি, পরমাত্মার সঙ্গে একাত্মবোধ, ফলে, ছুঁয়ে যায় সাধারণজনকে । হয়তো, তার তথাকথিত 'অমার্জিত' ভাষা এক প্রশ্নবোধক চিহ্ন রেখেছে বোদ্ধাদের সামনে, কিন্তু সহজ কথা যায় না বলা অত সহজে, যা পেরেছিলেন হাছনরাজা ।

No comments:

Post a Comment