ব্যক্তি
স্বাধীনতা যে জরুরি, এই সরল কথাটি কোনো দল মানতে চায়নি, তাদের কাছে দল আগে
। ব্যক্তি দলের উর্ধে নয়, বলে, যে খড়গটি তার মাথার পেছনে রাখা হয়, তা, যে
কোনো মুহূর্তে, ঘাড়ে কোপ মারার জন্য ব্যবহৃত করা হবে, জেনেও, যারা ঐ
স্বাধীনতাকেই বরণ করে নেয়, তাদের কথা খুব কম লোকই জানে । বরং দলবদ্ধভাবে,
স্বাধীনতাকামী ব্যক্তিটিকে দলের কুকুররা কামড়াতে আসে, তার আগে ঐ ব্যক্তির
বিরুদ্ধে রটিয়ে দেয় নানা কুত্সা, যার ভার অনেক
সময় সহ্য করতে পারে না ব্যক্তিটি । এই খেলা নতুন নয় । তখন আক্রান্তের পাশে
তার প্রিয় বন্ধু বা স্বজন থাকে না কেউ । একা হয়ে পড়ে সেই ব্যক্তি ।
একাকীত্ব তাকে মহান করে তোলে কি না জানা নেই, যেটা হয়, নিজের বিশ্বাসের
প্রতি সংশয় দেখা দেয় তার । দুর্বলেরা সঙ্ঘবদ্ধ হয়, ব্যক্তি তখন সঙ্ঘ থেকে
অনেক দূরে । এই দৃশ্য আবহমানকালের । সকলেই ভুলে যেতে থাকে, কেবল আমার মাথা
নত হতে থাকে ঐ স্বাধীনতাকামী ব্যক্তির চরণতলে । ইতিহাস নির্মম, সে দেখে,
কয়েকশো বছর পরে হলেও, একজন দুজন করে লোক অনুগামী হয়ে ওঠে স্বাধীনতাকামী
ব্যক্তিটির ।
No comments:
Post a Comment