ত্রিপুরায়
বসে যারা, এই মুহূর্তে, বাংলা কবিতা লিখছেন, তাদের মধ্যে পল্লব
ভট্টাচার্য, স্বাতী ইন্দু, প্রবুদ্ধসুন্দর কর, অশোক দেব, সুবিনয় দাশ,
তমালশেখর দে, প্রীতি আচার্য এবং মৃদুল দেবরায় আমাকে টানে । মাঝেমাঝে,
মিলনকান্তি দত্ত, কৃত্তিবাস চক্রবর্তী, শুভেশ চৌধুরী, অনন্ত সিংহ, অনিরুদ্ধ
সাহা বা অভিজিত্ চক্রবর্তীর কবিতা পড়ে চমকে ওঠি । ধারাবাহিকতা একজন কবির
বেড়ে ওঠার জন্য জরুরি । অনেক তরুণই লিখছেন, বাহবাও হয়তো
পাচ্ছেন, তাদের কবিতা সে অর্থে, আমার কাছে উজ্জ্বল মনে হয়নি । লিখলেই
কবিতা হয় না, এই সরল কথাটি এদের অনেকেই জানে না, বলে, মনে হলো তাদের কবিতা
পড়ে । যে সাড়ে তিনশো জন বইমেলায়, কবিতাপাঠের আসরে, কবিতা পাঠ করে, তাদের
অনেকেই কবি নয়, সরকারি ব্যবস্থাপকগণ কবে তা বুঝবেন ? কবিতা যে 'হেলাফেলা
নয়' এটা তো অনেক আগেই রণজিত্ দাশ বলেছেন । তবু কবিতার নামে এই রাজ্যে চলছে
মোচ্ছব । সামান্য পাঠক হিসেবে, এইসব মোচ্ছব, দেখে, বড় লজ্জিত ।
No comments:
Post a Comment