রাষ্ট্র
মূলত এক শোষনপ্রণালীর সমাহার । যে বা যারাই ক্ষমতাই আসুন না কেন,
ক্ষমতাসীন ব্যক্তি বা দল কার্যত শোষকের পক্ষেই থাকে । এক্ষেত্রে, পূঁজিবাদ,
নয়া উপনিবেশবাদ, মার্কসবাদ সকলই এক গোয়ালের গরু । তাদের হাম্বা ডাকটাই
প্রাথমিকভাবে ইতরবিশেষ আলাদা । পূঁজি বা ধন হয় ব্যক্তির নয় দলের কুক্ষিগত
হবেই । এর অন্যথা হবার যো নেই যেন ।
মাওবাদীরাও নাকি এরকম কথাই বলে
ReplyDelete