টিভি
দেখি না । তবু, কাল, সন্ধেবেলা, চোখ গেলো টিভিস্ক্রিণে । ঘরে লোকজন অনেক,
কেউ গল্প করছে, কেউ চুপ করে, টিভির সামনে বসে আছে । আর এক ঘরে ভদকা আর
ফ্রুটি খাচ্ছিলাম । একটা সিগারেট নিতে এসে, টিভিস্ক্রিণে চোখ গেল । কবি
সুবোধ সরকার তখন মল্লিকার মৃত্যুর সময় তার বামপন্থী বন্ধুদের পাশে না থাকার
কথাটি বলছিলেন এবিপি আনন্দ এর প্রতিপক্ষ অনুষ্ঠানে । অভিনেতা অরিন্দম শীল
এবং কবি সুবোধ সরকার লোকসভা নির্বাচনে তৃণমূলপ্রার্থী
অর্পিতা ঘোষের পক্ষে প্রচার করবেন, বলে, প্রেসকনফারেন্স করে, জানিয়েছেন ।
আনন্দ এটাকেই ইস্যু করে প্রতিপক্ষ অনুষ্ঠানের আয়োজন করেছে । মল্লিকা
সেনগুপ্তর অকাল মৃত্যু বেদনাদায়ক, এবং সুবোধ সরকারের পাশে ঐ সময় তার
বামপন্থীবন্ধুদের না থাকাটাও অস্বাভাবিক নয় । অর্পিতা ঘোষ আমার প্রিয়জন,
যদিও এখন যোগাযোগচ্ছিন্ন । তা, সুবোধ বা অরিন্দম শীল যদি অর্পিতার হয়ে
প্রচার করে, তাহলে অপরের এত মাথাব্যথা কেন ? তারা যদি সিপিআইএমের হয়ে
প্রচার করেনও, তাহলেই বা আপত্তির কি আছে ? মতাদর্শ শব্দটি অনেকেই উচ্চারণ
করেন বেশ গৌরবের সঙ্গে, অথচ লক্ষ্য করে দেখেন না, মতাদর্শই ডেকে আনে মৌলবাদ
যা অতিবিপজ্জনক এবং ভয়ংকর ।
No comments:
Post a Comment