এক
একটা দিন যায়, এক একটা মাস যায়, বছরও চলে যায়, এই চলে যাওয়ার সঙ্গে জড়িয়ে
থাকে কিছু সুখদুঃখের স্মৃতি, অপমান, ব্যর্থদিনলিপি, ঈর্ষাকাতর কিছু লোকের
আস্ফালন, আর স্বপ্ন । হ্যাঁ, এই স্বপ্নবিভোরতাই আমাদের এগিয়ে নিয়ে যায় আরেক
নতুন বছরের দিকে । যে জানে, তার কাছে এই এগিয়ে যাওয়া মূলত নদীর সাগরে
মেশার মতো । এ আসলে অখণ্ডের সঙ্গে, সমগ্রের সঙ্গে খণ্ডের মিলনযাত্রা । এই
মিলনযাত্রীদের, আমার হিতাকাঙ্খী ও নিন্দুক, সকলকেই আমার শুভেচ্ছা । কল্যাণ
হোক সবার । মঙ্গল হোক পৃথিবীর । ওঁ সহনা ভবতু ।
No comments:
Post a Comment