Thursday, April 17, 2014

এক একটা দিন যায়, এক একটা মাস যায়, বছরও চলে যায়, এই চলে যাওয়ার সঙ্গে জড়িয়ে থাকে কিছু সুখদুঃখের স্মৃতি, অপমান, ব্যর্থদিনলিপি, ঈর্ষাকাতর কিছু লোকের আস্ফালন, আর স্বপ্ন । হ্যাঁ, এই স্বপ্নবিভোরতাই আমাদের এগিয়ে নিয়ে যায় আরেক নতুন বছরের দিকে । যে জানে, তার কাছে এই এগিয়ে যাওয়া মূলত নদীর সাগরে মেশার মতো । এ আসলে অখণ্ডের সঙ্গে, সমগ্রের সঙ্গে খণ্ডের মিলনযাত্রা । এই মিলনযাত্রীদের, আমার হিতাকাঙ্খী ও নিন্দুক, সকলকেই আমার শুভেচ্ছা । কল্যাণ হোক সবার । মঙ্গল হোক পৃথিবীর । ওঁ সহনা ভবতু ।

No comments:

Post a Comment