ফোর্ড ফাউণ্ডেশন সি আই এর একটা সংস্থা যার মাধ্যমে চক্রান্তের জাল বিস্তার
করে সি আই এ । কেজরীলাল এর NGO এই ফোর্ড ফাউণ্ডেশন এর টাকায় চলে । এবং বলা
হয়ে থাকে, যে, ভারতীয় মিডিয়ার অধিকাংশই পরিচালিত হয় এর অর্থে । একে একে
দুই, এটা সবাই জানে, কিন্তু কেজরীলালের দুর্নীতি হটাবার এই মহান কাজ যে
কেবল মাত্র আই ওয়াশ, বা জল ঘোলা করে দিয়ে মাছ ধরার গ্রাম্য রীতি মাত্র, এটা
কি আর বলার অপেক্ষা রাখে ? করপোরেটদের যেমন প্রথম চয়েস মোদি, আর কেজরিলাল
তেমনি এক হাতিয়ার । দেশের আমজনতার মূল সমস্যাগুলি ধামাচাপা
দেবার এমন সহজ সমাধান আর কি হতে পারে ? মধ্যবিত্তরাই সবচেয়ে বেশি
রিয়্যাক্ট করে সবকিছুতেই । তাদের নজর ঘুরিয়ে দিতে, 'রোমে রসুনের দর কত'
গল্পটির মত দুর্নীতি হটাও আন্দোলন । অথবা মোদি লাও এর শ্লোগান ।
সংখ্যালঘুদের অবস্থা সবদেশেই শোচনীয়, তারা বলি বকরা, তবু ভোটের সময় তাদের
মন ভুলিয়ে রাখতে হয়, কংগ্রেস বা বামপন্থীদের এই পুরণো খেলা এখন একঘেয়ে হয়ে
গেছে । তাহলে উপায় কি ? জনগণ বিভ্রান্ত । ততোধিক বিভ্রান্ত বুদ্ধিজীবীগণ ।
তাদের সামনে পুরস্কারের ললিপপ, বিদেশ যাবার হাতছানি, উপদেষ্টা কমিটির
চেয়ারম্যান হবার স্বপ্ন । যে পথ দেখাবেন, তা দিল্লীতে যায় না ।
No comments:
Post a Comment