Thursday, April 17, 2014

ত্রিপুরায় একটা বড় নদী নেই, অনেককাল আগে, আক্ষেপ করে কথাটা বলেছিল কবি দীপংকর সাহা । বড় নদী না থাকলে সংকীর্ণতা মাথা চাড়া দিয়ে ওঠে । তবে, পাহাড়ি নদী আছে অনেকগুলি । বর্ষায় এরা ভয়ংকর । অন্য সময়, প্রায় মৃত থাকে । আমাদের চরিত্রও খানিকটা এরকম । পরিবেশ নিজের অনুকূলে হলে, জোয়ার আসে আমাদের মনে । নাহলে, মৃত নদীটির মত অবস্থান । বৃষ্টি দেখে ছাতা ধরার কথা অনেকেই বলেন । এটা যতখানি কার্যকরী, তারচেয়ে বেশি স্বার্থপরতা দোষে দুষ্ট, চাচা আপন প্রাণ বাঁচার মত । প্রায় চারদশক লেখালেখির সঙ্গে জড়িত থেকে, আজ, পুনরায়, দীপংকর সাহার কথাটি ভাবছি । সংকীর্ণতা, কতদূর মেলেছো তোমার ছায়া ?

No comments:

Post a Comment