দিনে
মাছি রেতে মশা, কবে কথাটি লিখেছিলেন ঈশ্বর গুপ্ত, আজও তা খাঁটি বচন হিসেবে
পরিগণিত । পনেরো বা কুড়িহাজার লোকসংখ্যা হলেই সেই ছোটো শহরকে পুরসভা বলে
ঘোষণা করার মধ্যে কি মাহাত্ম্য আছে, জানি না, তবে, এসব পুরসভা যে মশকদমনেও
অপারগ, এটা প্রমাণিত । তিনতলাতেও মশার উপদ্রবে স্থির হয়ে বসার যো নেই, তার
উপর অনির্দিষ্ট সময়ের জন্য লোডশেডিং ! নরক দেখিনি, তবে মনে হয়, নরক এর
চাইতেও বেটার জায়গা । সেখানে অন্তত উন্নয়নের বক্তৃতা শোনাতে আসে না কেউ ।
No comments:
Post a Comment