Tuesday, November 25, 2014

ভি এম হাসপাতাল, মানে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতাল, জোট আমলে, যার নাম পালটে দেওয়া হয়েছিলো, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল নামকরণ করেছিলো তদানীন্তন কংগ্রেস সরকার, ক্ষমতারদর্পে, আজ দেখলাম ভেঙে ফেলা হচ্ছে !
আগরতলার সকল ঐতিহাসিক স্মৃতি কি নির্মমভাবে মুছে ফেলা হচ্ছে, এটা তার এক নমুনা !
এর আগে ভেঙে ফেলা হয়েছে লালমহল, রাজপ্রাসাদ সংলগ্ন দুটি বাড়ি, শ্বেতমহল ও লালমহল ! এই লালমহলেই মহারাজা বীরবিক্রম মাণিক্য এবং তার পূর্ব-পুরুষগণ ছবি আঁকতেন ! অসাধারণ এই প্রাসাদটি ভেঙে সেখানে তৈরি করা হলো টাউনহল !
রাজস্মৃতি মুছে ফেলার বিপ্লবের সেই শুরু !
এবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতালের অপূর্ব বাড়িটিও ভেঙে ফেলা হচ্ছে !
ইতিহাস মুছে ফেলার এই বিপ্লব কবে যে থামবে ?

No comments:

Post a Comment