Tuesday, November 25, 2014

অবসর
দু-একটা আসন ও প্রাণায়াম, প্রাতঃরাশ, আর
বাজারের ব্যাগ হাতে, ঐ যে,
বেরিয়ে পড়া, এটুকু কাজ
ফিরে এসে, ফেসবুক, আত্মীয়স্বজন,
আত্মীয় কে ? প্রশ্ন থাক ! সকালের কাগজ বা,
দু-একটা ফোন, তা মূলত
ইনস্যুরেন্স ও ব্যাংক থেকে আসে, ঋণের তাগাদা
ঋণে ঋণে কেটে গেছে এ জীবন, বাকি গণিতবিহীন এই অবসর, যাকে
অর্পণ করেছি শেষ ভালোবাসা, কবিতার মত
পাঠ করি রোজ
তারপর হাতে নিই শূন্য ধারাপাত !

No comments:

Post a Comment