Tuesday, November 25, 2014

মুশকিল হলো, শব্দ, যা মূলত ধ্বনিনির্ভর, যা বহুব্যবহারে হয়ে উঠেছে ক্লিশে, তাতে কি ভাবে সঞ্চারিত হবে প্রাণ ?
একজন কবির সামনে, লেখার আগে, এই প্রশ্নটিই বড় হয়ে দেখা দেয় !
অভিধা তার কাঠামোকে ধরে রাখে বটে, তাতে প্রাণ সঞ্চারিত হয় না ! কাঠামো তো আর প্রতিমা নয় !
তা হলে ?
এই তাহলে থেকে জন্ম নেয় দার্শনিকের আকাশ, কবির নীলিমা !

No comments:

Post a Comment