Tuesday, November 25, 2014

শিখে গেছি নাগরিকতার ভান,
গ্রাম্য শিক্ষকের ছেলে আমি,
এবার গ্রাম্যতা ছেড়ে পরে নেবো সাপের খোলস,
প্রবল শীতের রাতে ঝড় এলে কাকতাডুয়ার
টুপি ও পোশাক পরে পাহারা দেবো নিজের আত্মা
আর হেড়ে গলায় গাইবো
বড়ে গোলাম আলির আশ্চর্য খেয়াল
ভাটিয়ালি গান ভুলে এখন শুনবো বিঠোফেন
মাঝরাতে ঘুম ভেঙে গেলে
নিজের চেহারা দেখে চমকে ওঠবো
ভূত না কি প্রেত ?

No comments:

Post a Comment