Thursday, November 13, 2014

ফিরে এসে দেখি, তুমি নেই...
ও আয়না, অন্ধ বলে, আজ
আমাকে ফিরিয়ে দিলে, আমি
পথে পথে ঘুরি, পথ ঘোরে,
ছায়ার পেছনে, কানা গলি
পার হয়ে, এসেছি দক্ষিণ
দুয়ারে, মৃত্যুর সন্নিকটে !

অন্ধের সমিতি নেই, বহু ব্যবহৃত স ঙ্গীত রয়েছে
মূলত তা কান্না, অশ্রুহীন
অমাবস্যা রাতে, নিঃসঙ্গের !

ও আয়না, পারা উঠে গেছে
পরাজিত এম এল এর মত
ফিরিয়ে দিয়েছো তুমি তবু,
এ শীতে কোথায় থাকি, বলো ?

No comments:

Post a Comment