Tuesday, November 25, 2014

কৃষ্ণরূপ দেখেছিলো দুজনেই, রাধা ও অর্জুন,
দুজনেই জেনেছিলো অহম্ মূলত
প্রকাশিত হয় কৃষ্ণরূপে !
কৃষ্ণ নয়, আমি মজে আছি নীলে, ফলে,
আকাশ ধরেছি আজ হাতের মুঠোয় !
অপরাজিতার মত ফুটে ওঠে আমার অহম্ !
ব্রজভূমি, কুরুক্ষেত্র সব
মিলিয়ে গিয়েছে আকাশসঙ্গীতে, নীলে ...
নীলরূপ দেখে মজেছিলো আর এক
বিবাগী পুরুষ, রাধা নামে ছেড়েছিলো সংসার,
সমুদ্র ডেকেছে তাকে, সাক্ষী নীলাচল
তুমি তার কেউ নও, কেবল পাঠক
প্রতিটি অক্ষরে লেখা থাকে তবু তোমারই নাম !

No comments:

Post a Comment