Tuesday, November 25, 2014

ডায়েরি নিজস্ব, প্রতিরাতে লেখা এক ইতিহাস,
রাজা-উজিরের কথা নেই,
বিজয়কাহিনী নেই, দীর্ঘশ্বাস সহ
পোড়া সিগারেট, ছাইদানি,
উপমাবিহীন এক খালি ময়দান
উড়ে এসে বসেছে সেখানে ! তাঁবু পেতে
রচিত ত্রাণশিবির থেকে ভেসে আসে
হাহাকার-ধ্বনি... একত্রিশ পাতা জুড়ে,
তেষট্টি পাতায় এসে, চাপা এক যৌনকাতরতা, সন্ত্রাসের মত রয়েছে ছড়িয়ে,সত্তর পাতার
শেষে, কাটাকুটি, পরিমার্জনার মত
এক তরুণীর মুখচ্ছবি
নিচে লেখা : ট্রয় ধ্বংস হলো...
তারপর, সব পাতা সাদা...
সামনে, ডায়েরি খুলে, বসে আছেন ওয়াটসন
দূরে, শ্রাদ্ধবাসরের শান্ত কলরব !

No comments:

Post a Comment