Tuesday, November 25, 2014

বিষাদ ও সুখ, আজ, দুজনেই এসেছে আমার কাছে,
কোর্ট-ম্যারেজের প্রস্তাব এনেছে তারা !
বিবাহ বিষয়ে তাদের কি আর বলি !
পাখিদের গল্প শোনাই তাদের, চড়ুইয়ের কথা,
শুক ও সারির কথা, বলি, বিবাহের
চেয়ে, যাও, ঘুরে এসো নৈনিতাল, সিকিম ও পুরী
তুমি সুখ বিষাদের সব রস শুষে নাও নিজের গভীরে,
বিষাদ, তুমিও, শ্বাসে নাও সুখ !
বিবাহ বিষয়ে, এটুকু বলার পর
দেখি, দুজনে আমাকে নিয়ে যাচ্ছে অনন্ত বাসরে !

No comments:

Post a Comment