Tuesday, November 4, 2014

বসন্ত জাগ্রত দ্বারে, না, বসন্ত আসতে ঢের দেরি ! হেমন্ত পার হয়ে, শীত চলে গেলে সে আসবে !
আর, কে না জানে, বসন্ত মানেই পলাশের মাস !
এই পলাশ সম্পর্কে আমাদের পূর্বপুরুষদের ধারণা অন্যরকম, তাঁরা পলাশশাখাকেও দেবতারূপে বন্দনা করে গেছেন !
তাঁদের বিশ্বাস ছিলো, সোমপর্ণ থেকেই পলাশবৃক্ষের উত্পত্তি !
একদা দেবগণ সোমপর্ণ আহরণ করতে গেলে, সেই পাতাটি খসে পড়ে যায় ভূতলে, সেই ছিন্ন পাতাটি থেকেই পলাশের উত্পত্তি !

No comments:

Post a Comment