Thursday, November 13, 2014

মারীচ জানত, তাকে মরতেই হবে, পুরুষের মৃত্যু লোভ ও লালসার হাতে, সে এটাও জানত, রাবণের মৃত্যু সমাসন্ন !
রাবণ তা জানত না, তার চোখ সীতার আলোয় ছিল অন্ধ, অন্ধদের ভবিষ্যতজ্ঞান নেই ! ফলে, সমুদ্রও প্রতারণাকারী, তা জানেনি রাবণ !

রামায়ণপাঠ শেষে, কথক নীরব হয়, আর সকল পুরুষশ্রোতা হা হা করে তেড়ে আসে কথকের দিকে, শাঃলা ! বোকা ঠাউরেছ আমাদের ?
সমাজ উচ্ছন্নে যাক, এমন গ্রন্থপাঠ করে কি বোঝাতে চাইছ ? তুমি কি পুরুষ নও ?

কথক পুরুষ নয়, তবে কি সে নারী ? না কি সে-ই পুরাণকথিত কিম্পুরুষ ?

No comments:

Post a Comment