ডানদিকে
শপিংমল, বাঁদিকে পার্টি অফিস, তারপর চোলাই মদের ঠেক, পেছনে শ্রী শ্রী 108
বাবার আশ্রম, একটু দূরে মসজিদ, এই জায়গা পেরিয়ে, সামনে বাজার, তার পাশ দিয়ে
পুরানো গলি, গলির ভেতরে তার ঘর...
এই নির্দেশিকা, এই মানচিত্র, হাতে ধরে, ভাবি, এই তিনি কে ?
বিনোদিনী আর নেই, বিনোদ কি তার কেউ ? সকল প্রার্থনা এসে তবে কেন এখানেই শেষ হয় ?
এই নির্দেশিকা, এই মানচিত্র, হাতে ধরে, ভাবি, এই তিনি কে ?
বিনোদিনী আর নেই, বিনোদ কি তার কেউ ? সকল প্রার্থনা এসে তবে কেন এখানেই শেষ হয় ?
No comments:
Post a Comment