বিদ্যুতরেখার
মত, চকিত, সে এসেছিলো, আবার কখন গেছে ফিরে, দেবা ন জানন্তি, চিঠি নিয়ে
ফিরে আসে চৈত্রের পিওন, ঠিকানা বদল করে চলে গেছে ছায়াপথ ধরে, পাড়ার দাদারা
বলে...
এবার শ্রাবণে তাকে দেখি, একা, অস্তাচল পথে, তাকে বলি, সন্ধ্যা, এসো, এসো, অন্তহীন এই ঘরে, রাখো ঐ দুটি পা, জিরোও খানিক,
পৃথিবী বিষাদগ্রস্ত, শিশুদের ঠাঁই নেই, গঙ্গার সন্তান হননের মতো, দেখো,
সকল করুণ দৃশ্য, এই
দৃশ্য গোধূলিরচিত, এই দৃশ্য রাত্রি
পালিত হে...
এবার শ্রাবণে তাকে দেখি, একা, অস্তাচল পথে, তাকে বলি, সন্ধ্যা, এসো, এসো, অন্তহীন এই ঘরে, রাখো ঐ দুটি পা, জিরোও খানিক,
পৃথিবী বিষাদগ্রস্ত, শিশুদের ঠাঁই নেই, গঙ্গার সন্তান হননের মতো, দেখো,
সকল করুণ দৃশ্য, এই
দৃশ্য গোধূলিরচিত, এই দৃশ্য রাত্রি
পালিত হে...
No comments:
Post a Comment