পথে পথে ওড়ে ঐ নিশান...
সে নিশানে লেখা নেই নাম
নামে কি বা এসে যায়, না কি,
ঐ নামৈব কেবলম ! কে দেবে উত্তর ?
সকলেই ব্যস্ত আজ আপন লা ঙ্গুল
নিয়ে, সভাঘরে হবে বুঝি
লা ঙ্গুল নাচানো খেলা, যদি
জোটে কোনো অপূর্ব খেতাব !
পথে পথে জয়ধ্বনি, খেতাবদাতার,
ধুলি ওড়ে প্রাপকের মুখে !
নাম যায় মুছে বাসি কাগজের মতো
তবু জানি এই, যে, নামৈব কেবলম...
সে নিশানে লেখা নেই নাম
নামে কি বা এসে যায়, না কি,
ঐ নামৈব কেবলম ! কে দেবে উত্তর ?
সকলেই ব্যস্ত আজ আপন লা ঙ্গুল
নিয়ে, সভাঘরে হবে বুঝি
লা ঙ্গুল নাচানো খেলা, যদি
জোটে কোনো অপূর্ব খেতাব !
পথে পথে জয়ধ্বনি, খেতাবদাতার,
ধুলি ওড়ে প্রাপকের মুখে !
নাম যায় মুছে বাসি কাগজের মতো
তবু জানি এই, যে, নামৈব কেবলম...
No comments:
Post a Comment