যা ভাবি, তা লিখি না, যা লিখি তা ভাবি না !
তা হলে, এই দাঁড়ালো, যা লিখি, তা বানানো ! লেখা নিজে লেখককে দিয়ে লিখিয়ে নেয়, বলে, এই সমস্যা দেখা দেয় !
একটা চরিত্রের সন্ধানে যেতে যেতে কত বাঁক পার হতে হয়, তা লেখকই জানেন ! আমার গ্রামের বঙ্ক খুড়ো আমার কোনো লেখাতেই উঠে আসেননি ! অথচ একজন গল্পকারের কাছে লোভনীয় চরিত্র বঙ্কখুড়ো, যিনি সন্ধ্যে হলেই বেরিয়ে পড়তেন জুয়ো খেলতে ! না, ডস্টয়েভস্কির নায়ক তিনি নন, অথচ তার চরিত্রেও নানা ধরণের শেড আছে !
কতবার তাকে লিখবো, ভেবে, বসেছি, পারিনি ! তার বদলে উঠে এসেছেন অন্য কেউ !
তাহলে, এই অন্য কেউ কি মিথ্যা ? বানানো ?
শূন্যের ঝড় গল্পে যে কাপালিক উঠে এসেছিলো, তাকে তো কোনোদিন দেখিনি আমি ! এক আশ্চর্য ঘোরের ভেতর ঐ চরিত্র উঠে এলো গল্পে, যার জন্য অপ্রস্তুত ছিলাম আমি !
লেখা নিয়ে তবু ভাবতে হয় ! মনোজগতের ঐ আলো যদি লেখায় ছড়িয়ে না পড়ে, তাহলে যে মাটি হয়ে যাবে লেখাটা-ই !
তা হলে, এই দাঁড়ালো, যা লিখি, তা বানানো ! লেখা নিজে লেখককে দিয়ে লিখিয়ে নেয়, বলে, এই সমস্যা দেখা দেয় !
একটা চরিত্রের সন্ধানে যেতে যেতে কত বাঁক পার হতে হয়, তা লেখকই জানেন ! আমার গ্রামের বঙ্ক খুড়ো আমার কোনো লেখাতেই উঠে আসেননি ! অথচ একজন গল্পকারের কাছে লোভনীয় চরিত্র বঙ্কখুড়ো, যিনি সন্ধ্যে হলেই বেরিয়ে পড়তেন জুয়ো খেলতে ! না, ডস্টয়েভস্কির নায়ক তিনি নন, অথচ তার চরিত্রেও নানা ধরণের শেড আছে !
কতবার তাকে লিখবো, ভেবে, বসেছি, পারিনি ! তার বদলে উঠে এসেছেন অন্য কেউ !
তাহলে, এই অন্য কেউ কি মিথ্যা ? বানানো ?
শূন্যের ঝড় গল্পে যে কাপালিক উঠে এসেছিলো, তাকে তো কোনোদিন দেখিনি আমি ! এক আশ্চর্য ঘোরের ভেতর ঐ চরিত্র উঠে এলো গল্পে, যার জন্য অপ্রস্তুত ছিলাম আমি !
লেখা নিয়ে তবু ভাবতে হয় ! মনোজগতের ঐ আলো যদি লেখায় ছড়িয়ে না পড়ে, তাহলে যে মাটি হয়ে যাবে লেখাটা-ই !
No comments:
Post a Comment