স্বপ্নতাড়িত
আমার জীবন, স্বপ্ন দেখি না, তবু এসে হানা দেয় বারবার ! সে সব স্বপ্নের
ইশারা আমাকে আগত বিপদের সংকেত দিয়ে যায়, আগেও দিয়েছে, এখনও দিচ্ছে !
টের পাচ্ছি, এই কয়েকমাসের মধ্যে লাফ মেরে আমার ঘাড়ে চেপে বসবে বিপদ বা বিপর্যয়, অবধারিতের দিকে তাকিয়ে আছি, কোনদিক থেকে আসবে, তা জানি না বলে, এই অসহায় তাকিয়ে থাকা !
আকাশের নীল ফিকে হয়ে গেছে, বলে, তা নীল করে তুলবো, ভাবছিলাম ! হায় ! তা করে ওঠার সময় পাবো তো ?
না কি তার আগেই আমার টুটি চেপে ধরবে সমূহ বিপদ ?
টের পাচ্ছি, এই কয়েকমাসের মধ্যে লাফ মেরে আমার ঘাড়ে চেপে বসবে বিপদ বা বিপর্যয়, অবধারিতের দিকে তাকিয়ে আছি, কোনদিক থেকে আসবে, তা জানি না বলে, এই অসহায় তাকিয়ে থাকা !
আকাশের নীল ফিকে হয়ে গেছে, বলে, তা নীল করে তুলবো, ভাবছিলাম ! হায় ! তা করে ওঠার সময় পাবো তো ?
না কি তার আগেই আমার টুটি চেপে ধরবে সমূহ বিপদ ?
No comments:
Post a Comment